
অনলাইন ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের এ দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য পার্টির চেয়ারম্যান জি এম কাদের কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম, কার্যালয় চত্বরে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকালে আলোচনা সভা শেষে শোক র্যালির আয়োজন করেছেন। এ ছাড়া ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদের ব্যানারে গুলশানে ইমানুয়েল কনভেনশন হলে স্মরণ সভার আয়োজন করেছেন।
বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ সকাল ১০টায় সেগুনবাগিচার জে কে টাওয়ারের হল মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এ ছাড়াও বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদপুত্র এরিক দেড়টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন।