
অনলাইন ডেস্কঃ
দেশে অরাজকতা ও মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ভুলতায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের কাছে যে কর্মীর বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে।
এই অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।