
অনলাইন ডেস্কঃ
দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে আজ বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খুলনায় অবস্থান করা এনসিপির কেন্দ্রীয় নেতারা সকাল ১০টার দিকে গাড়িবহর নিয়ে সরাসরি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। বৃস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা।
বুধবার রাতে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি চ্যালেঞ্জ নিয়েছিল ৩০ দিনে ৬৪ জেলায় যাবে। গোপালগঞ্জে আজ পথসভা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) নির্ধারিত সময়ে ফরিদপুরে পথসভা হবে। এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ হয়ে চলতে থাকবে। যতোই বাঁধা-বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন দেশ গড়তে জুলাই পথসভা থাকবে না। আজ মাদারীপুর ও শরিয়তপুরের পথসভা স্থগিত হয়েছে, সেটা পরে হবে।’