
অনলাইন ডেস্কঃ
এনসিপি নেতা নাহিদ ইসলামসহ অন্যান্যদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরেও দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে দেখা যায়। এর আগে গতকাল বুধবার রাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
সেই সময় দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মো. মুশফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান করছে তারা। ইতোমধ্যেই মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে এবং হেডকোয়াটার্সে রিপোর্ট করতে বলা হয়েছে। এরপরও আন্দোলন থামেনি।
আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবির।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক, একরামুল ইসলাম আবির বলেন, “গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মো. মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন। তাকে শুধু প্রত্যাহার করলে চলবে না। তাকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা না হবে, ততক্ষন পর্যন্ত এই অবরোধ ও আন্দোলন চলবে।”