
অনলাইন ডেস্কঃ
সাত দফা দাবিতে আজ শনিবার রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো রাজধানীতে অন্য রকম আমেজ বিরাজ করছে।
ইতোমধ্যে জোরেশোরে চালানো হচ্ছে প্রচার। রাজধানীসহ সারাদেশের মহানগর, জেলা-উপজেলা, এমনকি পাড়া-মহল্লাতেও চলে প্রচার-প্রচারণা।
রাজধানীতে একাধীক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশে কমপক্ষে ১৫ লাখ লোক সমাগমের আশা করছে দলটি। আবহাওয়া ভালো থাকলে এই সমাগম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দফা দাবিতে ডাক দেওয়া হয়েছে জাতীয় সমাবেশের।
দাবিগুলো হলো- ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
সূত্র বলছে, এই সাত দফা ছাড়াও সেদিন ডানপন্থী ও সমমনা দলগুলো মিলে একটি বৃহৎ ঐক্যের ঘোষণা আসতে পারে।
সেদিন সমাবেশে যেসব দলকে দাওয়াত দেওয়া হয়েছে তাদের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), গণঅধিকার পরিষদসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের অধিকাংশ দলকে দাওয়াত দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেন, ‘সমাবেশকে ঘিরে আমাদের খুব ভালোভাবেই কার্যক্রম চলছে।
সারাদেশেই আলোড়ন তৈরি হয়েছে। সেদিন লাখ লাখ লোকের সমাগম হবে। আমরা তো আশা করছি ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি থাকবে জাতীয় সমাবেশে।
এখন পর্যন্ত বিপুল সাড়া পাচ্ছি। শুধু ১০ হাজারের মতো বাস আসবে। এছাড়া ৪ জোড়া ট্রেন, বরিশাল থেকে ১৫ টা লঞ্চ তো আছেই।