
অনলাইন ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পরিবারতন্ত্র-মাফিয়াতন্ত্র ভাঙতেই আমাদের আন্দোলন।’ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জে রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কয়েকটি পরিবারের নিয়ন্ত্রণে। দখলদারিত্ব, চাঁদাবাজি ও গডফাদারতন্ত্রের ভয়ংকর বাস্তবতা এখানকার জনগণ দীর্ঘদিন ধরে সহ্য করে আসছে। এই অবস্থা আর চলবে না। গত রাতে আমাদের পদযাত্রার তোরণে আগুন দেওয়া হয়েছে—এটি আমাদের ভয় দেখানোর অপচেষ্টা। কিন্তু আমরা ভয় পাই না, জনগণও ভয় পায় না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর একের পর এক খুন হয়েছে। শহীদ পরিবার ও মামলা সংশ্লিষ্টরা হুমকির মুখে রয়েছেন। নারী কর্মীদের বাড়িতেও হুমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র এখানে আবার পুনর্বাসিত হচ্ছে।’
তিনি বলেন, ‘গত বছরের ‘কমপ্লিট শাটডাউন’-এ নারায়ণগঞ্জ যেমন প্রতিরোধ গড়েছিল, তেমন সাড়া দিয়েছিল সাভার-আশুলিয়া। সেই প্রতিরোধ ঢাকায় গণজাগরণে সহায়ক হয়েছিল। ইতিহাসে নারায়ণগঞ্জের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।’
নাহিদ বলেন, ‘নারায়ণগঞ্জ একসময় শ্রমিক ও পাটশিল্পের গৌরব ছিল, আজ মাফিয়াদের হাতে ব্যবসায়ীরা জিম্মি। ছোট-মাঝারি ব্যবসা ধ্বংসপ্রায়, অথচ চাঁদাবাজরা সরকারি প্রটেকশন পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ শেষ হবে সেদিন, যেদিন পরিবারতন্ত্র ও মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেওয়া হবে না।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।