
অনলাইন ডেস্কঃ
দুর্বল শাসনব্যবস্থা এবং দেশের বিভিন্ন সমস্যার জন্য দায়ী করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় আলোর সেতারের সুলতান আব্দুল হালিম স্টেডিয়ামে আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মাহাথির জোর দিয়ে বলেন, ‘যদিও প্রধানমন্ত্রীর পদ সাধারণত সাধারণ নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত হয়, তবুও একাধিক দেশে এমন নজির রয়েছে যেখানে জনসাধারণের চাপের কারণে প্রধানমন্ত্রীরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’
তিনি বলেন, ‘দলীয় চাপের কারণে আমি নিজেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। এখন আনোয়ার আরও ব্যাপক জনবিরোধিতার মুখোমুখি হচ্ছেন, তাই তার (আনোয়ার ইব্রাহিম) অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
১০০ বছর বয়সী এই প্রবীন নেতা যুক্তি দিয়েছিলেন, পদত্যাগ করার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়, ‘জনগণ যদি অসন্তুষ্ট হয়, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
এসময় মাহাথির তার যুক্তির সমর্থনে বেশ কয়েকটি আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে বলেন, ‘সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার সময়ে পার্টি করা কারণে জনরোষে পড়ে পদত্যাগ করেছিলেন। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক জনবিক্ষোভের পর পদত্যাগ করেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীরা অসদাচরণের সম্মুখীন হলে পদত্যাগ করেন। তারা নির্বাচনের জন্য অপেক্ষা না করেই পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী হিসেবে, জনগণের অনুভূতি বিবেচনা করা উচিত।’
প্রধানমন্ত্রী আনোয়ারের শাসনব্যবস্থার সমালোচনা করে জাতীয় সম্পদের অব্যবস্থাপনা এবং বিভিন্ন খাতে ভর্তুকি বাতিলের নিন্দা জানান মাহাথির।
দেশের জনগণ এখন চরম দুর্ভোগে আছে অভিযোগ করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আজ, সবাই এখানে জড়ো হয়েছি, কারণ আমরা একই সমস্যার মুখোমুখি – আমাদের দেশ ধনী, কিন্তু মানুষ দরিদ্র রয়ে গেছে। এটি স্পষ্টতই অযোগ্য শাসনের ফলাফল।’
তিনি দাবি করেন, অনেক মালয়েশিয়ান বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন এবং কিছু লোক প্রচণ্ড চাপের মুখে তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং আত্মহত্যা বা পরিবারের সদস্যদের বিরুদ্ধে সহিংসতার পথ বেছে নিয়েছেন।
মাহাথির উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করতে এবং আনোয়ারকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ দেওয়ার জন্য মানুষ বিভিন্ন সমাবেশের আয়োজন করেছে।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার ইব্রাহিম এবং চাপে পড়ে তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।
শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি যদি জনগণের টাকা চুরি করে থাকি, তাহলে তারা আমাকে পদত্যাগ করতে বলতে পারত। কিন্তু আমি তা করিনি। ইনশাআল্লাহ, আমি পদত্যাগ করব না।’
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন আনোয়ার ইব্রাহিম।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস, টিআরপি