
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. সাব্বিরুল আলম চৌধুরী। নতুন পদোন্নতি ‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’ অনুযায়ী শর্ত সাপেক্ষে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।
মো. সাব্বিরুল আলম চৌধুরী এর আগে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মো. সাব্বিরুল আলম চৌধুরী চট্টগ্রাম অফিসে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, প্রশাসন বিভাগ, ব্যাংকিং বিভাগ এবং এসএমই ও এসপিডি বিভাগে কাজ করেছেন। এ ছাড়া সিলেট অফিসে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে এবং প্রধান কার্যালয়ে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, ডেট ম্যানেজমেন্ট বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, গৃহায়ণ তহবিল, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি ও সর্বশেষ ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।