
অনলাইন ডেস্কঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২১ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিকেল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) ফেনী ও আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) বাকি দুই জেলায় এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ঢাকার বিমান দুর্ঘটনা ও পরশুরাম ফুলাগাজীতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের জন্য শোক ও আহতদের জন্য সবার দোয়া কামনা করেছি। এ ছাড়া নিহতদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। পরবর্তীতে তিন জেলায় নতুন করে পদযাত্রা কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।