
স্পোর্টস ডেস্কঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ জুলাই) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিসিবি প্রকাশ করেছে গভীর শোক ও সহানুভূতি।
এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালরা দুর্ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে পরবেন কালো বাহুবন্ধনী।
ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো রকম সঙ্গীত বাজানো হবে না, যা বিসিবির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গোটা জাতির সঙ্গে আমরাও এই দুঃখে একাত্ম।’
জাতীয় শোক দিবস ও সাম্প্রতিক এই দুঃসহ দুর্ঘটনার আবহে বিসিবির এমন মানবিক ও গঠনমূলক পদক্ষেপ ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে সহমর্মিতার বার্তা।