
অনলাইন ডেস্কঃ
দীর্ঘদিন ধরে আটকে থাকা ইতালি ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ভিসা প্রত্যাশী ভুক্তভোগীরা।
বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর গুলশান দুই’য়ে অবস্থিত ইতালি এম্বাসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। পরে পুলিশ সেখান থেকে সরিয়ে দিলে গুলশান এক নাম্বারে অবস্থিত ইতালিয়ার ভিসা সেন্টার ভিএসএফ গ্লোবালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।
এসময় তারা অভিযোগ করেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে দেড় থেকে দুই বছর অপেক্ষা করলেও মিলেনি ভিসা। বিষয়টি প্রবাসী মন্ত্রণালয়কে জানালেও কোন সুরাহা হয়নি।
এসময় আন্দোলনকারীরা, দ্রুত ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সমাধানের আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধের মতো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।