
অনলাইন ডেস্কঃ
বিপ্লবের কৃতিত্ব দেশের আপামর জনগণের। এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কেউই নয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে দলটির এক সমাবেশ এ কথা বলেন তিনি।
জনশক্তি সমাবেশে, নির্বাচন না হলে দেশে কিছু সমস্যা তৈরি হবে। তবে দুর্বল নির্বাচন নয়, লেভেল প্লেয়িং ফিল্ড ও কালো টাকা ছড়াছড়ি মুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে হবে। এ সময় আগামী বছরের প্রথমেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।
জামায়াত আমীর আরও বলেন, এতোদিন যারা দেশ চালিয়েছে তারা জনগণের কথা ভাবেনি। দুর্নীতিবাজদের কারণে বিদেশেও দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।