
অনলাইন ডেস্কঃ
খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, এলাকার উন্নয়নে কাজ করতে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই। ডুমুরিয়া ফুলতলার বিল ডাকাতিয়াসহ আটলিয়া ও মাগুরাঘোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করা হবে। বুধবার (২৩ জুলাই) বিকালে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে আটলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যদেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড শফিকুল আলম মনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল আলম নান্নু, এ্যাড: তছলিমা খাতুন ছন্দা, শেখ হেমায়েত হোসেন ও জেলা যুবদল নেতা নাজিমুজ্জামান জনি।
আরো বক্তব্য রাখেন- আব্দুল মান্নান মিস্ত্রী, সরদার আব্দুল মালেক, অরুণ গোলদার, শেখ শাহিনুর রহমান, শাহিনুর রহমান, বিএম হাবিবুর রহমান হবি, মশিউর রহমান লিটন, এমএ সালাম, এ্যাড মুনিমুর রহমান নয়ন, মোল্যা মশিউর রহমান, তপন কুমার সাহা, সেলিম হালদার, শেখ আবু সাহামা, মেহেদী হাসান রাসেল, জাহানারা বেগম, রেবেকা খাতুন, আবুল কালাম, মনিরুজ্জামান সোহাগ, রমেন রায়, কবির হাসান ডবলু, শেখ কামাল হোসেন, শেখ মফিজুর রহমান, দেবব্রত রায, শেখ আব্দুল কাদের, শেখ বোরহান হোসেন, শেখ সিরাজুল ইসলাম, শেখ তামিম হোসেন প্রমুখ।