
অনলাইন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন— ইসি।
বুধবার (২৩ জুলাই) দেশীয় পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য আলাদা দুটি নীতিমালার সঙ্গে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমের নীতিমালাটিও জারি করা হয়।
নীতিমালা অনুযায়ী, বিদেশিরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ই-মেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। বাংলাদেশে অবস্থিত দেশগুলোর দূতাবাসের মাধ্যমেও আবেদন করা যাবে। কমিশন বিজ্ঞপ্তি দেয়ার ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
এক্ষেত্রে কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে তা যাচাই করে দিতে বলবে। এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসা দেয়ার জন্য পাঠাবে ইসি। তবে মন্ত্রণালয় ইসিকে যথাযথ ব্যাখ্যা না দিয়ে কারও ভিসা প্রত্যাখান করতে পারবে না। এ বিষয়ে সার্বিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।
বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল হলো। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি।