
অনলাইন ডেস্কঃ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনার তিনদিন পর ক্যাম্পাসে এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটা থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেন তারা।
আকস্মিক দুর্ঘটনা আর ব্যাপক প্রাণহানিতে ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি শিক্ষকরা। শিক্ষার্থী-অভিভাবকরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাদের সাহস যোগাতে স্কুল কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান শিক্ষকরা। সেইসাথে স্কুল কর্তৃপক্ষ গঠিত কমিটি হতাহতদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানানো হয়।
পুরো ক্যাম্পাস এখনও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। গণমাধ্যমসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে কিছু উৎসুক মানুষ আসছেন এখনও। তারা বলছেন, গত কয়েকদিন গণমাধ্যমে খবর দেখে ঘটনার ভয়াবহতা স্বচক্ষে দেখতে এসেছেন তারা।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হন। পরদিন রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হয়।
বুধবার (২৩ জুলাই) রাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চালু হচ্ছে। এ দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।