
অনলাইন ডেস্কঃ
দেশ গড়ার কর্মসূচির ২৪তম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনেক নিহত হয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা দিতে হবে।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে এনসিপির আয়োজনে এক সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আাগামী ৫ আগস্টের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে।
এর আগে পদযাত্রাটি ফারুকী পার্ক সড়ক, মৌড়াইল, কলেজ মোড়, টি.এ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিনাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে এনসিপির নেতাকর্মী ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার সাধারণ মানুষও।
এদিকে সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক মোঃ আতাউল্লাহ, এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এস.এম মহিউদ্দিন খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।