
অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ণ হয় এমন কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় চিঠিতে সেটা তুলে ধরা হয়েছে। এখন আমরা জবাব ও আমন্ত্রণের অপেক্ষায় আছি। এ বিষয়ে আমাদের কর্মকাণ্ডে কোনো স্থবিরতা নেই।
ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, এটা ব্যবসায়ীদের এখতিয়ার। সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি।
তিনি বলেন, আমরা অনলাইন মিটিংয়ের জন্য একটা সিডিউল চেয়েছি। এ মিটিংয়ের ওপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করব।