
অনলাইন ডেস্কঃ
আগামী রোববার ও সোমবার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে। শনিবার (২৬ জুলাই) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম এ সব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সিলিং করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে স্কুল কর্তৃপক্ষ।
কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই জানিয়ে প্রিন্সিপাল বলেন, যে ৫ জন নিখোঁজ ছিলো তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থীসহ সবার মরদেহ পাওয়া গেছে। মরদেহ বুঝে নিয়েছে পরিবারগুলো।
এদিকে শনিবার সকালেও স্কুল গেটের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। তবে আজও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে স্কুলের শিক্ষক-কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে।