
অনলাইন ডেস্কঃ
সদ্য যোগদানকৃত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করা।
তিনি খুলনা গেজেটকে বলেন, সবেমাত্র যোগদান করেছি। বিশ্ববিদ্যালয়ের চলমান-অচলাবস্থার বিষয়গুলো সম্পর্কে অবগত হতে হবে।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু সমন্বয় প্রয়োজন। এ কারণে আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তিন থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। পুলিশ প্রশাসনকে ক্যাম্পাসের ভেতর এবং বাইরে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা প্রদানে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছি। এরপর ডিনদের সঙ্গে কথা বলা শুরু করেছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলব। তারপর যত দ্রুত সম্ভব আলোচনা করে একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে’।
আজ বেলা সোয়া ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে পার্শ্ববর্তী তিন থানার পুলিশ কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. ইলিয়াস আখতার, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভায় উপাচার্য বলেন, আমাদের লক্ষ্য হলো কুয়েটকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বস্তি ও মর্যাদার সঙ্গে শিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকতে পারেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে সুষ্ঠু সমন্বয় প্রয়োজন। এজন্য স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট থানা কর্মকর্তাদের অনুরোধ করেন। যে সকল শিক্ষার্থীরা হলের বাহিরে বিভিন্ন বাসা বাড়িতে বসবাস করছে, তাদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কুয়েটকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উল্লেখ্য, টানা পাঁচ মাস বন্ধ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র সকল একাডেমিক কার্যক্রম। দীর্ঘদিন ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক কার্যক্রমসহ সবকিছু স্থগিত হয়ে পড়েছিল। ভিসি’র অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট কিছুতেই নিরসন হচ্ছিল না। এমতাবস্থায় সরকার গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবঃ শিক্ষক অধ্যাপক ড. মোঃ হেলালীকে ভিসি হিসেবে নিয়োগ দেয়। এর একদিন পরে তিনি শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এসে যোগদান করেন।