
অনলাইন ডেস্কঃ
খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মিস্ত্রিপাড়ার বাগান গতকাল রবিবার ভোরে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশু উদ্ধার হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভোরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছিল। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান নবজাতক শিশুটির শারিরিক অবস্থা জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সকলের পরামর্শক্রমে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়েছে।