
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ-মার্কিন বাণিজ্য আলোচনার তৃতীয় দফা বৈঠক আজ স্থানীয় সময় দুপুর দুইটায় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্রে পৌঁছে বাংলাদেশ প্রতিনিধি দল। যে দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। সেখানে আগে থেকেই অবস্থান করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এ ছাড়া ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও তিন দিনের এই আলোচনায় অংশ নেবেন। এই বৈঠক থেকে ইতিবাচক শুল্কহার পুনর্বিবেচনার আশা করছে বাংলাদেশ।