
অনলাইন ডেস্কঃ
বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮১৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৬৯ জন, মোট ১৩৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অভিযানে দেশীয় পিস্তল একটি, দেশীয় এলজি একটি, একনলা বন্দুক দুটি, দেশীয় শুটারগান একটি, শটগানের গুলি ৪ রাউন্ড, শটগানের খোসা ৬ রাউন্ড, রাইফেলের গুলি ৫০ রাউন্ড, রাইফেলের গুলির খোসা ৫৩ রাউন্ড, নিষ্ক্রিয় হ্যান্ড গ্রেনেড দুটি।