
অনলাইন ডেস্কঃ
প্লট দুর্নীতির তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের ফলে তাদের বিরুদ্ধে অনুষ্ঠানিক বিচার শুরু হলো। সাক্ষ্যগ্রহণ শরু হবে ১৩ আগস্ট।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারকাজ শুরুর দিনে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২৮ জনের বিরুদ্ধে করা ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত হয়।