
অনলাইন ডেস্কঃ
চলতি জুলাই মাসের মতো আগামী আগস্ট মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে। এ নিয়ে টানা দুইমাস দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখলো সরকার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন এই মূল্যের ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
ফলে এই মাসের মতোই আগস্টেও প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকায় বিক্রি হবে।
সবশেষ গত জুন মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়। আর কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে টানা দুইমাস তেলের দাম অপরিবর্তিত রাখলো সরকার।