
অনলাইন ডেস্কঃ
গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ। রোববার (৩ জুলাই) শাহবাগে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ছাত্রদলের কর্মসূচি। ছাত্রদলের কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এদিকে, শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দলটির বাংলামোটর কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘোষণা আসবে দেশ গঠনে কর্মসূচিরও।
এছাড়াও শাহবাগে কর্মসূচি স্থানান্তর করায় ছাত্রদলকে ধন্যবাদ জানান নাহিদ। এসময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানান তিনি।
এরইমধ্যে উভয় মধ্যে দলের নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজধানীতে এসেছে। অনেকে আজকেও আসছে।
এদিকে আজকের সমাবেশ ঘিরে রাজধানীতে যানজট হওয়ার সম্ভাবনা প্রবল। তাই, বেশকিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, ডিএমপি।