
অনলাইন ডেস্কঃ
৪৮ তম বিসিএস’র (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থী’র মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ অগাস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থী’র ৫ দিনের মৌখিক পরীক্ষা শুরু হবে, ১৭ অগাস্ট রোববার সকাল ১০ টায়। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)’এর প্রধান কার্যালয়ে।
বিজ্ঞাপন
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/56d83b70_b3b0_495d_85b7_2f417dd8ce8a/Scan_03082025_001.pdf
এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা মূলত স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজন করা হয়। তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে আয়োজিত ৪৮তম বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হয়েছেন। এর মাঝে বিসিএস (স্বাস্থ্য) সহকারি সার্জন উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারি ডেন্টাল সার্জনে ৫১১ জন। পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর এখন ভাইভা পর্যায়ে পৌঁছেছে নিয়োগ প্রক্রিয়া।