
অনলাইন ডেস্কঃ
শুরু হয়েছে চীন-রাশিয়া’র যৌথ মহড়া ‘জয়েন্ট সি-২০২৫’। অংশ নিয়েছে দুই শক্তিধর রাষ্ট্রের নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। যৌথভাবে কৌশলগত সামুদ্রিক চ্যানেল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিতে এই নিয়ে দশমবারের মতো এমন মহড়া।
নৌ বাহিনীর পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষনে অংশ নিচ্ছে দু দেশের বিমানবাহিনীও। শক্তিশালী গাইডেড মিসাইল শাওজিং ও উরুমকি, সমরাস্ত্রবাহী চিয়ানডাওহু ও উদ্ধারকারী শিহু জাহাজ নিয়ে রুশ বন্দরে নোঙ্গর করা সামরিক বাহিনীকে স্বাগত জানায় রাশিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা।
দু’দেশের তৎপরতায় আয়োজিত এ মহড়ায় জটিল ও কঠিন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন কৌশলগত যৌথ অভিযান পরিচালনা করবে নৌ ও বিমানবাহিনী।
গেলো ১ তারিখে শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ৫ তারিখ পর্যন্ত। অনুশীলন শেষে যৌথভাবে প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু অঞ্চল প্রহরায় যাবে দু পক্ষে নৌ ও বিমানবাহিনী।
সূত্র: আল জাজিরা।