
অনলাইন ডেস্কঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করে বলেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈরশাসন ও মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে।
সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই অভিযোগ করেন তিনি।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘যদিও তাকে শিশু উপদেষ্টা বলা হয়, কিন্তু আসিফ মাহমুদ আসলে অত্যন্ত ধূর্ত। তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদে থেকে নিজের নির্বাচনী এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। এর ফলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন।’
তিনি অভিযোগ করেন, ‘কুমিল্লার মুরাদনগর এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আসিফ মাহমুদের নেতৃত্বে বেছে বেছে বিএনপির জনপ্রিয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা এবং গ্রেপ্তার চালানো হচ্ছে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা এই উপদেষ্টার ইন্ধনে এক মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও কুমিল্লার নিম্ন আদালত সম্প্রতি স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে। এই ঘটনার জেরে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।’
কারাবন্দী নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় তিনি নাজিম মাহমুদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন।
নাছির বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, মুরাদনগরের বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দি রয়েছেন। আহ্বায়ক ও সদস্য সচিবরা গ্রেপ্তারের ভয়ে এলাকায় যেতে পারছেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই আওয়ামী লীগের কোনো কর্মী আজ কুমিল্লা কারাগারে নেই। বরং তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘুরে বেড়াচ্ছেন এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পরিবারের সঙ্গে ব্যবসা করছেন।’
উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনোই মাফিয়াতন্ত্র ও নতুন স্বৈরশাসন মেনে নেবে না। এই অপশাসনের ফল একদিন আপনাকেই ভোগ করতে হবে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এমনকি তার মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো হলেও উত্তর দেননি।