
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশে অস্থিরতা তৈরি করে গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত করার ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি বিশ্বাস করে—যতদিন জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল টিকে থাকবে, ততদিন গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি জয়ী হতে পারবে না।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ঠিক করে সামনের দিকে নিয়ে যেতে হবে—এটাই বিএনপির প্রধান চ্যালেঞ্জ। এখন সময় এসেছে, বিএনপিকে দায়িত্ব নিতে হবে দেশের কাঠামো ঠিক করার।
তিনি আরও বলেন, বাংলাদেশ কখনও মাথা নত করেনি—লড়াই করে সামনের দিকে এগিয়ে গেছে। বিএনপি দীর্ঘ ১৫ বছর লড়াই-সংগ্রাম করেছে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে; এরপর ৬ থেকে ৮ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, পরস্পর কাদা ছোড়াছুঁড়ি না করে একটা সুযোগ পেয়েছি—বাংলাদেশে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, দেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। সবাই মিলে একসঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই পথে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই—সফল হবো।
প্রসঙ্গত, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন ভূমিকা রাখার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা স্মারক দিয়েছে যুবদল। তাঁদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।