
অনলাইন ডেস্কঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একবছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। দিনটি সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। দিনটি যথাযোগ্যভাবে পালন উপলক্ষ্যে খুলনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উন্মুক্ত আলোচনা সভা, গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, মসজিদে দোয়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
জেলা প্রশাসন: দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট সকাল নয়টায় নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সুবিধাজনক সময়ে মসজিদে দোয়া এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
এছাড়া বিকাল তিনটায় শিববাড়ি মোড়ে শহিদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশন: দিবসটি উপলক্ষ্যে ৫ আগস্ট সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন একাদশ ও বৈষম্যবিরোধী ছাত্র একাদশের মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল প্রতিযোগিতা সোমবারের (৪ আগস্ট) পরিবর্তে শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এর পক্ষ থেকে মঙ্গলবার (৫ আগস্ট) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার ৫ আগস্ট বিকাল সাড়ে ৩টায় ক্যাম্পাস থেকে জিরোপয়েন্ট পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বিজয় মিছিল’, বিকাল ৫টায় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘গণস্বাক্ষর কর্মসূচির সমাপ্তি’ ও বিকাল সাড়ে ৫টায় সংশ্লিষ্ট সংগঠনসমূহের উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’।
এছাড়া আগামী রবিবার (১০ আগস্ট) বিকাল ৩টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠান’।
এ সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুয়েট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এর পক্ষ থেকে মঙ্গলবার (৫ আগস্ট) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উওোলন।
এছাড়া সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় ১৫ মিনিটে অডিটোরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সকাল সাড়ে ১১টায় অডিটরিয়ামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষ্যে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে মঙ্গলবার(৫ আগস্ট) দুপুর ৩ টায় পাওয়ার হাউজ মোড়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর এক প্রস্তুতি সভা খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় আজকের বর্ষপূর্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বস্তরের খুলনাবাসী ও নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার আহ্বান জানান।