
অনলাইন ডেস্কঃ
হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে ফ্যাসিবাদবিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। আমি মনে করি, এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্ভায় এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদেরও ভুলবে না।
তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ও রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে তাদের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা। এমন সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে।
১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। এই জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট।
গতকাল জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে বিজয় র্যালি নিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঘোড়া চত্বরে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে তিনি এ কথা বলেন। ঐক্যের কোনো বিকল্প নেই মন্তব্য করে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্য গড়ে তোলা সময়ের দাবি হয়ে পড়েছে। লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনীতে জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে। গতকাল ফরিদপুরের নগরকান্দায় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিন সালথা উপজেলা সদরের পাইপাস সড়কে স্থানীয় বিএনপি আয়োজিত বিজয় মিছিলেও অংশ নেন শামা ওবায়েদ।
এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম, যশোর, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও পাকুন্দিয়া উপজেলা, নওগাঁর ধামইরহাট, ঢাকার সাভার, দোহার ও নবাবগঞ্জ, গাজীপুরের কাপাসিয়া, কুড়িগ্রামের ফুলবাড়ী ও রাজারহাট, চাঁদপুরের শাহরাস্তি, ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া, লক্ষ্মীপুরের কমলনগর, গোপালগঞ্জের কোটালীপাড়া, মাদারীপুরের কালকিনি, রাজবাড়ী, মুন্সীগঞ্জের লৌহজং, ফরিদপুরের সদরপুর, মানিকগঞ্জের সাটুরিয়া, হবিগঞ্জের মাধবপুর, শেরপুর, নাটোরের সিংড়া, পাবনার ঈশ্বরদী, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিজয় র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে বিজয় র্যালি করবে বিএনপি।