
অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের সঙ্গে রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন চুক্তি’ করা নিয়ে ব্যাখ্যাও দিলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন শুল্ক নিয়ে ‘নন-ডিসক্লোজার’ বা গোপনীয়তা চুক্তি হয়েছে, যা প্রকাশযোগ্য নয়। কারণ, এতে প্রতিযোগী দেশগুলোর বিষয় বিবেচনায় রাখতে হয়। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতার চুক্তি নয়, বরং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ভিত্তিতে হওয়া একটি বিষয়।
বুধবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আগের তুলনায় ভালো অবস্থানে এসেছে। তবে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। মার্কিন শুল্ক নিয়ে এখনো আলোচনা চলছে। চূড়ান্ত চুক্তির আগে আরও দর-কষাকষির সুযোগ রয়েছে।’
তিনি মনে করেন, শুল্ক যদি একটু কম হতো, তবে আরও ভালো হতো। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান এখনও ভালো। কোথায় কী কমানো দরকার, তা চুক্তির পর বোঝা যাবে। এখনো সমঝোতার সুযোগ রয়েছে।
এ সময় উপদেষ্টা বলেন, সরকার এখন নির্বাচনের পথে রয়েছে, তবে নির্বাচনী বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না। যে পরিমাণ বাজেট দরকার, সরকার তা দেবে। তবে এখনই নির্দিষ্ট করে বলা যাবে না। নির্বাচন কমিশন যেই চাহিদা দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।