
অনলাইন ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিজের লেখা গান উপহার দেন।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দ্রে কার্সটেন্স গত এক বছরে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, আগের সরকার অপসারিত হওয়ার পর বাংলাদেশ যে অন্তর্বর্তী সময় পার করছে, তা দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন অধ্যাপক ইউনূস।
কার্সটেন্স গণতান্ত্রিক সংস্কার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টার বিষয়টিও তুলে ধরেন। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, ‘মানুষ আপনাকে মনে রাখবে।’
জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে ডাচ রাষ্ট্রদূত বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে জুলাই গণজাগরণের আকাঙ্ক্ষার মধ্যে একটি সেতু হিসেবে কাজ করছে।
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ‘উপযুক্ত সময়োপযোগী সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেন কার্সটেন্স। তাঁর মতে, এর মাধ্যমে নির্বাচনের পথে দেশ আরও একধাপ এগিয়ে গেল।
আলোচনায় চলমান রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। আগামী সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের যে পরিকল্পনা রয়েছে, সেটি নিয়েও আলোচনা করেন তারা। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করা।
প্রধান উপদেষ্টাকে উপহার দেওয়া গানটি ডাচ রাষ্ট্রদূতের নিজের লেখা ও গাওয়া। গানটিতে বাংলাদেশের ‘জেনারেশন জেড’এর নেতৃত্বে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করা হয়েছে। এটির সুর নেওয়া হয়েছে জর্জ হ্যারিসনের বিখ্যাত ‘বাংলাদেশ’ শিরোনামের গান থেকে।