
অনলাইন ডেস্ক:
বটিয়াঘাটা উপজেলার ২নং বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা জিয়াউর রহমান পাপুলের উপস্থিতিতে তার খুলনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইমরান আহমেদের সভাপতিত্বে ও পলাশ মহালদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে আমরুল ইসলাম সজিব, রিয়াজ মোরশেদ রিপন, পঞ্চানন মন্ডল, রঞ্জন সাহা, প্রণব বৈরাগী, বিদ্যুৎ রায় প্রশমন মন্ডল,শ্যামল বালা, সুনীল মল্লিক, রিপন বৈরাগ, ইব্রাহিম মোড়ল, রাজীব মোল্লা, মাস্টার সেলিম প্রমুখ।
মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তী ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল বলেন, ২৪ এর জুলাই পরবর্তী রাষ্ট্রযন্ত্র ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে অন্তবর্তী কালীন সরকারকে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। আপনারা সবাই বিএনপিকে সহযোগিতা করুন, আমরা গণতান্ত্রিক পন্থায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রত্যাশা করছি।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় শক্তি হলো বিএনপি। বিএনপি বিগত ১৭ বছর রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করেছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের একদলীয় শাসনব্যবস্থা থেকে বিএনপি বহুদলীয় গণতন্ত্র ও পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই ভঙ্গুর দেশটাকে সবাই মিলে গড়তে হবে।