
অনলাইন ডেস্কঃ
খুলনায় শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দিনসহ ৬ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার সোনাডাঙ্গা থানায় ডিবির ইন্সপেক্টর বিধান চন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সরকারকে উৎখাত ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় মামলাটি করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহার ভুক্ত আসামিদের মধ্যে যারা দেশে অবস্থান করছেন তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার বাদী ডিবি সাব ইন্সপেক্টর বিধানচন্দ্র রায় জানান, মামলার এজাহার নামীয় অপর আসামিরা হলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও এডভোকেট পারভেজ আলম খান। এছাড়াও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল নগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম এপসের মাধ্যমে তেরোখাদা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বিজয় একাত্তর ও জয় বাংলা আমার প্রাণ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়। কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহর মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গত ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানান, আটক এম এম মুজিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। তাকে ও মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।