
অনলাইন ডেস্কঃ
এনসিপির নেতাদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে জেলাটিতে অবাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়েছে। বুধবার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফজলুর রহমান বিএনপি করলেও তার বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের উদ্দেশ্য পরিষ্কার। তিনি আসলে বিএনপিকে হেয় করছেন। ফজলুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
তাকে দল থেকে বহিষ্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ফজলুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদ্য বিলুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া প্রমুখ।