
অনলাইন ডেস্কঃ
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে করিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহমেদ জানান, বেলা ১টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের উপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সাথে মাগুরাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় অন্তত ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীরসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুইজনের পরিচয় মিলেছে। তাদের নাম রঞ্জিত কুমার ও আতিয়ার শেখ। গুরুতর আহত আরও সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।