
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঢাবি’র হল রাজনীতি বন্ধের কার্যকর পদক্ষেপের বিষয়ে পরিস্কার ধারণা দেয়ারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ – বাগছাস চলমান ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীরা পূর্বেই জানান দিয়েছে হলে ছাত্র রাজনীতি চায় না। সাধারণ শিক্ষার্থীদের এই দাবির পক্ষে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদও ।
ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্র দূরে দূরে স্থাপনের সমালোচনা করেন তিনি। বলেন, মেয়েদের হল থেকে ভোট কেন্দ্র ষড়যন্ত্রমূলকভাবে দূরে স্থাপন করা হয়েছে। যারা নারী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না তাদের প্লান অনুযায়ী এগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পূর্বের মতো কোনও ষড়যন্ত্র করে ডাকসু নির্বাচন করা যাবে না বলেও হুুশিয়ারি দেন আবু বাকের মজুমদার।