
অনলাইন ডেস্কঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রায়হান হাবিবের বিরুদ্ধে অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রায়হান হাবিব বলেন, গত ১৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, ২০১৯ সালের ২৬ জুলাই ঘোষিত টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের কমিটিতে উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর ডাক নাম ইয়েন মুন্সী ব্যবহার করা হয়েছে। কিন্তু ওই কমিটি সম্পর্কে কখনো অবগত ছিলেন না। যদি ওই ছাত্রলীগের কমিটির সঙ্গে যুক্ত থাকতেন তাহলে তার আসল নামই ব্যবহার হতো। কোনো রাজনৈতিক দলে যোগ দিতে হলে বায়োডাটা দিতে হয়। যারা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, তারা অনুগ্রহ করে আমার দাখিলকৃত বায়োডাটা সামনে নিয়ে আসুক।
তিনি আরও বলেন, তিনি কখনো ছাত্রলীগ বা অন্য কোনো কমিটির সঙ্গে জড়িত ছিলেন না। বর্তমান পৌর ছাত্রদলের কমিটিই তাঁর একমাত্র রাজনৈতিক ঠিকানা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হয়ে থাকতে চাই। তাই মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানান তিনি। তিনি এ ঘটনাকে একটি স্বার্থান্বেষী কুচক্রি মহলের অপতৎপরতা বলেও অভিহিত করেন।