
অনলাইন ডেস্কঃ
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)- এর সাবেক সভাপতি আলী আজগর লবী বলেছেন, আপনারা চেয়ারম্যান সাহেব, তারেক সাহেবের জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি দেশে এসে আমাদের দলের ক্ষমতা নেন। চেয়ারম্যান নেই বলে এদেশে অনেক ঝামেলা, অনেক চাঁদাবাজি হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। বদনাম হয়ে যাবে কিন্তু। আমাদের খুলনায়ও কিন্তু অনেক চাঁদাবাজি হচ্ছে, আপনারা সবাই জানেন। এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ না করলে চলবে না। আমরা এখনও ক্ষমতায় যাইনি, তাই এই অবস্থা, ক্ষমতায় গেলে কী হবে? তিনি শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় খুলনার শিরোমনিতে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আমাদের জন্য খুবই শুভ দিন। মাদার অব ডেমোক্রেসি, আমাদের মা, বেগম খালেদা জিয়ার জন্মদিন। উনার জন্য আমরা সবাই দোয়া করব।
তিনি আরও বলেন, আমি আলী আজগর লবী, উনাদের কাছে অনেক ঋণী। ম্যাডাম এবং তারেক সাহেব আমাকে যা দিয়েছেন, কেউ দেয়নি। আমি একজন সাধারণ ব্যবসায়ী ছিলাম। হাজার হাজার ব্যবসায়ী আছে। ২০০১ সালে ম্যাডাম নিজে নির্বাচন করে তারপর সিটটা খালি করে আমাকে দিয়েছেন। তারপর ক্রিকেট বোর্ডের মতো এত বড় একটি জায়গা, মন্ত্রীর সমান একটি পদ, বিদেশে অনেক নাম— আইসিসির সদস্য হয়েছিলাম। অনেক ঋণী আমি উনাদের প্রতি। সারা জীবনেও উনাদের ঋণ শোধ করতে পারব না। কোকো আমার সাথে ছিলেন, অনেক স্মৃতি আছে কোকোর সাথে। বিদেশে খেলায় কোকোকে নিয়ে গেছি। এমন ভালো পরিবার আমি জীবনে দেখিনি। জিয়াউর রহমান যেমন ছিলেন, আমাদের চেয়ারম্যানও সেরকম। ম্যাডামকে তো আপনারা সবাই দেখেছেন, কেমন ছিলেন! এমন একজন সরল মহিলা হয় না। আমাদের পিনাকী ভট্টাচার্যও বলেছেন- বাংলাদেশের কেউ যদি প্রেসিডেন্ট হতে পারেন, তিনি হলেন বেগম খালেদা জিয়া। সারা বাংলাদেশের মানুষ যাকে মানবে প্রেসিডেন্ট হিসেবে। সেটা আপনারা দেখেছেন পিনাকীর প্রোগ্রামে। যার এত বড় সম্মান, এত বড় নেত্রী, আজকে তার জন্য সবাই দোয়া করবেন।
ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ, শেখ হাফিজুর রহমান, শেখ আজগর আলী, জাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, শুকুর আলী, আবদার মুন্সি, রেজাউল হক, আরিফুর রহমান, শেখ আলামিন, আব্দুর রহমান, আক্তার হোসেন, মকবুল সরদার, পিয়ার আলী, শেখ সলেমান, ইমলাক হোসেন, মনোরঞ্জন ঘোষাই, রেজাউল ইসলাম, গাজী মারুফ, মিয়া রবিউল ইসলাম, এস এম রিয়াজ, সাহেব আলী, সাংবাদিক শেখ বদরুদ্দীন, মো. দিদারুল ইসলাম, মোল্লা নুরুল ইসলাম, ইব্রাহিম খলিল, উজ্জ্বল কুমার, যুবদল নেতা তোহিদুল ইসলাম, সিরমা হোসেন প্রমুখ।