
অনলাইন ডেস্কঃ
জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারেক রহমানের দর্শন অনুযায়ী, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে।
শনিবার (১৬ আগস্ট) খুলনার শীতলাবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেলাল বলেন, কিছু নিকৃষ্ট রাজনীতিবিদ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কিন্তু বিএনপি এই বিভেদ দূর করতে চায়। “আমরা হিন্দু হই, মুসলিম হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই—এই ৫৫,৫৯৮ বর্গমাইলে আমরা সবাই বাংলাদেশি,”—যোগ করেন তিনি।
তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে হেলাল আরও বলেন, বাংলাদেশে রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার রয়েছে। মেধার ভিত্তিতে চাকরিতে পদোন্নতি পাওয়ার ক্ষেত্রেও কোনো বৈষম্য করা হবে না।
তিনি বলেন, ৫ আগস্টের পর পূজা উদযাপন নিয়ে অনেকের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। বিএনপি সেই সংশয় দূর করতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করেছে এবং তাদের পাশে থেকেছে।
মসজিদ থেকে আজানের ধ্বনি ও মন্দির থেকে ঘণ্টার ধ্বনি এক হয়ে সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করে উল্লেখ করে হেলাল বলেন, যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ একসাথে বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে আসছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রোনন্দনজী (ধ্রুব) মহারাজ, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী সতেন্দ্রনাথ দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা প্রমুখ।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।