
অনলাইন ডেস্ক:
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়নপত্র প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১-কে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি; বাংলাদেশের জন্মশত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ, ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানীর মধ্যদিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি।
রবিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ২৫ নং ওয়ার্ডে মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর পরাজয় স্বীকার ও আত্মসমর্পণের মধ্যদিয়ে আমরা বিজয় লাভ করেছি। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ৭১-কে মুছে ফেলতে চাইছে। ভোটাধিকার প্রয়োগ করার জন্য এ দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে। কিন্তু ৭১ বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে মা-বোনদের কাছে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। তুহিন আরও বলেন, ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ। দেশের জনগণ এখন সচেতন, তারা বুঝে ফেলেছে কে প্রকৃত দেশপ্রেমিক, আর কে ধর্মের মুখোশ পরে রাজনৈতিক ব্যবসা করে।
ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মো. কামরুজ্জামান রুনুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বেগম রেহানা ঈসা, হাফিজুর রহমান মনি, মো. আসাদুজ্জামান আসাদ, ডা. হুমাইরা মুসলিমা বাবলি, একরামুল কবির মিল্টন, আফজাল হোসেন, আহসান হাবিব বাবু, মো. মিজানুর রশিদ, মনিরুজ্জামান মনি, হেলাল ফরাজী, নাসরিন হক শ্রাবণী, কামরুন্নাহার হেনা, মো. মামুনুর রশিদসহ আরও অনেকে।