
অনলাইন ডেস্কঃ
খুলনা কৃষি ব্যাংকে ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় ইউনুস শেখ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রূপসার বাগমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, শনিবার রাতে ব্যাংকের রূপসা ঘাট শাখা ব্যবস্থাপক অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে। একই সঙ্গে লুট হওয়া ১৬ লাখ টাকা উদ্ধারেরও চেষ্টা করছে তারা।
শুক্রবার ভোররাতে গেট ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা। এরপর ভল্ট ভেঙে টাকা লুট করে। এ ঘটনায় ব্যাংকের তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।