
অনলাইন ডেস্কঃ
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ আমদানির শুরুতেই বাজারে দামের উপর প্রভাব পড়তে শুরু করেছে। প্রথম দিনেই সোমবার (১৮ আগস্ট) সাতক্ষীরার বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা কমেছে। বাজারে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।
ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর রোববার (১৭ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে সাতটি ভারতীয় ট্রাকে ২০২ মেট্রিক টন পেঁয়াজ ভোমরা বন্দরে ঢোকে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতীর পর পেঁয়াজ আমদানি কর্যক্রম ফের শুরু হয়। সোমবার ২৫ গাড়িতে আরো ৭৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে দু’দিনে ৩২ ট্রাকে ৯৫২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ ঢুকতেই সাতক্ষীরার বাজারে দামের উপর প্রভাব পড়তে শুরু করেছে। সোমবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ কেজিতে তিন থেকে পাঁচ টাকা কম দামে বিক্রি হয়েছে। ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে দেশি পেঁয়াজের দাম আরো কমে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়িরা।
সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ি আব্দুল আজিজ জানান, ভারতীয় পেঁয়াজ বাজারে ঢোকার সাথে সাথে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সোমবার দেশি পেঁয়াজ পাইকারি ৬৫ থেকে ৬৭ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরো কমে যাবে বলে জানান তিনি।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার সন্ধ্যা নাগাদ ৭টি গাড়িতে ২০২ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্ধরে ঢোকে। সোমবার আরো ২৫ গাড়িতে ৭৫০ মেট্রিক টন পেঁয়াজ আসে। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ ভারতীয় পিঁয়াজ আমদানি হয়েছিল। ভারতীয় পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দ্রুত দেশের বাজারে দাম কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার মো. শওকত হোসেন জানান, রোববার থেকে ভোমরা বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুই দিনে ৩২ ট্রাকে ৯৫২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয় বলে জানান এই রাজস্ব কর্মকর্তা।