
অনলাইন ডেস্কঃ
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শুরু হয়েছে। খবর রয়টার্স।
আজ সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে এই বৈঠক শুরু হয়। এ সময় ওভাল অফিসে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। বৈঠকে দুই নেতা জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর।
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে যৌথ আলোচনা, যেখানে যোগ দেবেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। এরইমধ্যে হোয়াইট হাউসে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। বৈঠকে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরাও অংশ নিয়েছেন।
উল্লেখ্য, এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেয়ার আশা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে। এমনকি ক্রাইমিয়া উপদ্বীপও ইউক্রেন আর ফিরে পাবে না; এর কারণ এক দশকেরও আগে রাশিয়া সেটি দখল করে নিয়েছে।