
অনলাইন ডেস্কঃ
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ অভিযানে একদিনেই ২ হাজার ২৬৪টি মামলা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় ৩৯০টি গাড়ি ডাম্পিং এবং ১১৮টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আইন মানার প্রবণতা বাড়াতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।