
স্পোর্টস ডেস্কঃ
ইংল্যান্ডের পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এই নিয়ে তৃতীয়বার এই ট্রফি জিতলেন মিশরীয় এই তারকা।
গতকাল মঙ্গলবার মোহাম্মদ সালাহকে বর্ষসেরা ঘোষণা করে পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ইতিমধ্যেই প্রিমিয়ার লিগের গত মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। পেয়েছেন সর্বাধিক গোলের জন্য গোল্ডেন বুট। যার ফলে একই মৌসুমে তিনটি পুরস্কারই জিতলেন সালাহ।
এর আগে ২০১৮ ও ২০২২ সালে পিএফএ’র বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন সালাহ। এ ছাড়া অ্যাস্টন ভিলার ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্স জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।