
অনলাইন ডেস্কঃ
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক তোফাজ্জেল পলাশ (৪১) নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা খান জাহান আলী ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জেল পলাশ খুলনার দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে ফকিরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তোফাজ্জেল পলাশ নিহত হন।