
অনলাইন ডেস্কঃ
রাজধানীর কদমতলীতে একটি বহুতল ভবনে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে ১০ তলা ওই ভবনের সপ্তম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কেরাণীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম বলেন, রাত ২টায় খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছান। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর পুরোপুরি নেভানো হয় সাড়ে ৩টায়।
তিনি আরও বলেন, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তবে এলাকাবাসীর দাবি এসির লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।