
অনলাইন ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার দাবি জানিয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলটির সদস্য সচিব আখতার হোসেন এ দাবি উত্থাপন করেন। তিনি বলেন, এটি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে অন্য কোনো সনদ দিয়ে জুলাই সনদ প্রতিস্থাপন করা না যায়।
আখতার হোসেন জানান, জুলাই সনদের খসড়ায় এটিকে ‘জুলাই জাতীয় সনদ’ নামকরণ করা হয়েছে, যা জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের অবদানকে দুর্বলভাবে উপস্থাপন করে। তিনি বলেন, “জুলাই সনদের অঙ্গীকারনামা পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। তাই গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের ধরণ এখনও পরিষ্কার নয়। তিনি সতর্ক করে বলেন, নতুন শাসনতান্ত্রিক কাঠামোর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদের সূত্রপাত হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথ।
বিএনপির সমালোচনা করে আখতার বলেন, দলটি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার প্রশ্ন উত্থাপন করে। তবে তিনি জানান, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট বাস্তবায়ন থেকে বাদ দেওয়া যাবে না এবং পুরো সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এনসিপি শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনে এ বিষয়ে তাদের বক্তব্য পাঠিয়েছে।
আখতার আরও বলেন, সরকার চাইলে ডিসেম্বরেও নির্বাচন করতে পারে, যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। নতুন শাসনতান্ত্রিক কাঠামো ছাড়া নির্বাচনের কোনো গুরুত্ব নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, গণপরিষদ নির্বাচনে বাধাদানকারীদের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এনসিপি মনে করে, ‘জুলাই জাতীয় সনদ’ নামের পরিবর্তে ‘জুলাই সনদ’ নাম ব্যবহার করা উচিত। তাদের মতে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং নতুন সংবিধানে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্যসচিব সাঈদ মোস্তাফিজ, জয়নাল আবেদীন শিশিরসহ দলের কেন্দ্রীয় নেতারা।